By: Admin
Aug 8, 2023

নিজস্ব প্রতিবেদকঃদৈনিক প্রভাত বেলা-স্টাফ রিপোর্টার,দি ডেইলি ট্রাইব্যুনাল ও দৈনিক অধিকরণ-চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি,অনলাইন নিউজ পোর্টাল Òপদ্মারচর ২৪ ডট কম সম্পাদক ও প্রকাশক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক। সদস্য,ঢাকা বিভাগীয় প্রেসক্লাব ও ট্রাব (টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ)  মোহাঃ হারুন-অর-রশিদ’র পিতা বিশিষ্ট সমাজ সেবক মোহাঃ ওয়াজেদ আলী মন্ডলের ২১তম মৃত্যু বার্ষিকী আজ।

উল্লেখ্য,গত ৮ আগষ্ট ২০০২ সালে  (০৮/০৮/২০০২ ইং)বৃহস্পতিবার দুপুর ২ টায় নিজ বাসভবনে বার্ধ্যকজনিত কারনে ১০২ বছর বয়সে ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন।তার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছি।আল্লাহ তালা যেন তিনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন ও জান্নাতুল ফেরদাউস বাসিন্দা হিসাবে কবুল করেন।

তিনার সহধর্মিণী জায়েদা বিবি তিনার মৃত্যু ১৯ বছর ৩ মাস ১৬দিন পূবের্ই যা ২২/০৪/১৯৮৩ইং তারিখ রবিবার দিবাগত রাত ২টায় মারা যান। তাছাড়াও তিনার নয় ছেলে ও নয় মেয়ে মোট ১৮ সন্তানের  মধ্যে সাত ছেলে ও  আট মেয়ে জীবনদশায় মারা যায়।তিনি নিজ হাতে স্ত্রীসহ ১৫ সন্তানের  দাপন-কাফন করেন।শুধু মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়েসহ ও অনেক গুনগ্রাহী শুভাক্ষি রেখে গিয়াছিলেন।তাদের মধ্য হতে গত ১২/১০/২০২০ইং সোমবার দুপুর দেড়টায় তিনার বড় ছেলে (আমার একমাত্র বড় ভাই) আফজাল হোসেন ও একমাত্র জামাই (আমার একমাত্র দুলাভাই,বোন জামাই) আনেসুর রহমান যা সাংবাদিক মোহাঃ শরিফুল ইসলাম শিমলের আব্বা ২৭/১/২০২৩ইং শক্রবার দিবাগত রাত আড়াই টায় চলে যান না ফেরার দেশে।কালের স্বাক্ষীস্বরুপ বেঁচে আছি আমার একমাত্র বড় বোন মোসাঃ সুফিয়া খাতুন ও আমি মোহাঃ হারুন-অর-রশিদ ।আমরা দুই ভাইবোন আমার পিতা-মাতার আট ভাই ও আট বোনসহ বোন জামাইÕর বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছি।আল্লাহ তালা যেন তিনারাকে জান্নাতুল ফেরদাউস এর বাসিন্দা হিসাবে কবুল করেন।আমিন।#

 

 

 

 


Create Account



Log In Your Account