By: Admin
Aug 26, 2024

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনকে প্রশাসনিক কারণে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান, বিপিএম, পিপিএম স্বাক্ষরিত এক পত্রে তাকে ক্লোজড করা হয়। পত্রে আরো বলা হয়, পুলিশ অধিদপ্তর/স্টেনো/৬০৫ (২৪) আদেশ জনস্বার্থে করা হয়। যা অবিলম্বে কার্যকর হবে। পত্রের অনুলিপি রাজশাহী ডিআইজিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেয়া হয়েছে। এদিকে ওসি সাজ্জাদ হোসেনের ক্লোজডের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ আশরাফুল হক। বিষয়টি নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে আসছিলেন। এছাড়া ক্লোজড হওয়ার আগে ওসি সাজ্জাদ কয়েক দফায় আমার কাছে ২৭ লাখ টাকা স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করেছেন মর্মে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ক্লোজডের বিষয়টি নিশ্চিত করেন।#


Create Account



Log In Your Account