By: Admin
Jun 1, 2023

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই বছরে শেষ হয়নি সড়কের পাকাকরণের কাজ। সড়কের অর্ধেক কাজ করে রেখে দেওয়ায় পথচারীদের চলাচলে বিঘœ ঘটেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। জানা গেছে- উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া এলাকার ঠুঠাপাড়া সমির মোড় থেকে মাসুদপুর বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ গত ২০২১ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়। এতে বরাদ্দ দেওয়া হয় প্রায় দেড় কোটি টাকা। স্থানীয়রা জানায়, সড়কে ইটের খোয়া দেওয়ার পর হঠাৎ বন্ধ হয়ে সংস্কার কাজ। অন্যদিকে সড়কে ইটের খোয়া দেওয়ায় যানবাহন চলাচলে বিঘœ ঘটছে পথচারী ও জনসাধারণের। দ্রæত কার্পেটিংয়ের কাজ শেষ করার দাবি জানিয়ে এলাকাবাসী। মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সমির উদ্দীন, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন ও শিক্ষক মঞ্জুর রহমান জানান, গত ২০২১ সালে এই সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। এরপর বালি ও খোয়া দিয়ে রেখে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। এখন পর্যন্ত আর কোন কাজের অগ্রগতি হয়নি। এতে ছোট বড় যানবাহনসহ পথচারীদের ভোগান্তিতের পড়তে হচ্ছে। অনেক জায়গায় সড়কের খানাখন্দের সৃষ্টি হয়েছে। তবে কাজের ঠিকাদার বাদল আলী বলেন, যেটুকু কাজ করেছি, সেইটুকুর বিল ঠিকমতো না পাওয়ায় আর কাজ করতে পারিনি। তবে বিল না পাওয়ার বিষয়টি অস্বীকার করে এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, মাঝে মধ্যে বিল পেতে কিছুটা দেরি হতেই পারে। সেজন্য একটি কাজ হাতে নিয়ে মাঝপথে এসে ছেড়ে দেওয়া উচিত হয়নি। তিনি আরও বলেন, ঠিকাদারকে একাধিকবার মৌখিক ও পত্রযোগে কাজটি শেষ করার জন্য বললেও তিনি কর্ণপাত করছেন না। টেন্ডারটি বাতিলের মাধ্যমে পুনরায় টেন্ডার প্রক্রিয়া চলমান। তাছাড়া সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 


Create Account



Log In Your Account