By: Admin
Oct 17, 2023

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ সুজন-সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত জেলা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি নির্বাচিত করা হয়। অধ্যাপক আকবর আলীকে সভাপতি একেএস রোকনকে সম্পাদক করে সুজনের উপজেলা কমিটি ঘোষণা করা হয়। শনিবার সকাল ১০টায় পৌর এলাকার কেয়া শপিং সেন্টারের সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সরাসরি কন্ঠভোটে আগামী বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়। নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আমিনুল হক সোনা, সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সাঈদ খোকন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক নাদিম হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সাহিনুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক জিহাদ আলী, শিক্ষা ক্রিয়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আজিজা কাউসার, প্রকাশনা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম মহিউদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক রায়হান আলী এবং ধর্ম বিষয়ক সম্পাদক রিপন আলীসহ ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি নির্বাচিত করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত জাতীয় সংগীতের মধ্য দিয়ে আয়োজিত বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন আকবর আলী। এরপর প্রয়াত সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শাহজামালের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা কমিটির নির্বাহী সদস্য শিবগঞ্জ উপজেলা কমিটির সম্পাদক একেএস রোকন। সুশাসনের জন্য নাগরিক সুজনের কর্ম পরিধি এবং সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখেন, আমিনুল হক সোনা। এস এম মহিউদ্দিনের উপস্থাপনায় সাধারন সভায় উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, জাহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।#

 


Create Account



Log In Your Account