By: Admin
May 14, 2024

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ সোনামসজিদ সড়কের নয়াভাঙ্গা ইউনিয়নের রানীহাট্টি  বাজারের লাইফ কেয়ার হাসপাতাল থেকে রানীহাটি  গ্রামের  সাবেক শিক্ষা সচিব মোমতাজুল ইসলামের বাড়ির সামনে জামে মসজিদ পর্যন্ত  প্রায আধা কিলোমিটার( ৪৫০ মিটার) রাস্তা  সংস্কারের কাজ গত সাত মাসেও শেয় না হওযায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে।সরজমিনে গেলে এলাকার প্রবীন শিক্ষক জালাল উদ্দিন সহ অনেকেই  জানান প্রায় সাত মাস আগে এ ৪৫০ মিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয় এবং প্রায সাড়ে ৩৫০ মিটার কাজ করে বাকী ১০০ মিটার সংশ্লিষ্ট ঠিকাদার আনোয়ার হোসেন বিভিন্ন অজুহাতে কাজ বন্ধ রেখেছে। ফলে অল্প বৃষ্টিতে এ রাস্তায় হাঁটি পরিমান পানি জমে সাধারণ মানুষ সহ বিভিন্ন পেশার মানুকে চরম দূর্ভোগের শিকার হতে  হচ্ছে। এদিকে এলজিইডিরসাবেক ইঞ্জিনিয়ার হারুন অর রশিদের আমলেও আশ^াস দিলেও কাজ হয়নি। তারা আরো জানান বর্তমান ইঞ্চিনিয়ার মোঃ ছাবের আলির বেশ সাথে কয়েকবার যোগাযোগ করা হলে তারা দ্রæত কাজ হবে আশ^াস দিলেও সাত মাসেও কাজ শেষ হয়নি। শেষ অবধি তিনি আশ^াস দিয়েছিলেন যে প্রয়োজনে ঠিকাদার পরিবর্তন করে রাস্তার কাজ শেষ করা হবে। কিন্তু এখন পর্যন্ত ওই অবস্থাতেই আছে। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ ছাবের আলির সাথে মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।#

 


Create Account



Log In Your Account