By: Admin
Jul 16, 2023

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে জিয়াউর রহমান (৪০)। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ থানায় একটি এজাহার দিয়েছেন আহত জিয়াউর রহমান। এর আগে ৭ জুলাই শিবগঞ্জ পৌরসভার  স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা গেছে- জমির প্লট বেচাকেনা করেন জিয়াউর রহমান। গত ৬ মাস আগে পৌর এলাকার বাসিন্দা আরিফ, আতিক ও রাজন তার নিকট থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানায়। এরই সূত্র ধরে গত ৭ জুলাই বিকেলে তিনি জমির প্লট দেখাশুনা করার সময় হঠাৎ দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার কাছে থাকা সাড়ে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে শিবগঞ্জ থানার  ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ এজাহার পাবার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


Create Account



Log In Your Account