মোঃ আতিক ইসলাম,শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতার জীবনীভিত্তিক আলোচনা সভা, দোয়া মাহফিল ও আলোচকচিত্র প্রদর্শন, অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, নগদ আর্থিক সহায়তা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সহকারী কমিশনার (ভ‚মি) জুবায়ের হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান প্রমূখ। এ সময় তিনি শতাধিক মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা, সেলাই মেশিন ও ৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ করেন।#