By: Admin
Apr 1, 2023

মো. আতিক ইসলাম,শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এইচএসসি পাস করা প্রতিবন্ধী শামীমের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তিনি শিবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে শামীমের হাতে তিন কেজি ছোলা, দুই কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল, মসলা, একটি বসার টুল, সিলভারের একটি গামলা ও একটি পরিমাপ মিটার তুলে দেন ইউএনও আবুল হায়াত। এ সময় তিনি বলেন, এটি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। হঠাৎ কার্যালয়ে সাক্ষাত করতে আসেন শামীম। বলেন বেকার হয়ে বাসায় বসে থাকা তার ভাল লাগেনা। তার অগাধ বিশ্বাস হলো ইউএনও’র নিকট গেলে তার কোন কর্মসংস্থান হবে। এ সময় শামীমকে ক্ষুদ্র ব্যবসার কথা বলা মাত্রই রাজি হয়ে গেলেন। তাৎক্ষণিকভাবে ব্যবসার জন্য তাকে খাদ্যসামগ্রীসহ উপকরণ কিনে দেয়া হয়। আজ থেকে শামীম আর বেকার নয়। সৃষ্টি হলো কর্মসংস্থানের। এ সময় উপস্থিত ছিলেন অফিস সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন, অফিস সহকারী আবু হেনা আবদুর রহমান ও শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমূখ।#


Create Account



Log In Your Account