By: Admin
Jun 28, 2024

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ পৃর্বশত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেদ্র করে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের  সাধারন সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম(৫০) একদল দূর্বৃত্তের বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার  রাত সাড়ে আটটার দিকে রানীহাট্টি ডিগ্রী কলেজ  মোড়ে।এলাকাবাসীর সূত্রে  জানা গেছে বৃহস্পতিবার রাত আটটার দিকে  আব্দুস সালাম রানীহাট্টি ডিগ্রী কলেজ মোড়ে  অবস্থান করছিল। এ  সময়  টের পেয়ে দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটালে আব্দুস সালাম ও অজ্ঞাত একজন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়র তাদেরকে উদ্ধার  করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা ধান অবস্থায় তিনি মারা যান এবং অন্যজন চিকিৎসাধীন আছে। বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসর ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন বলেন,সংবাদ পেয়ে সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।আলামত সংগ্রহের কাজ চলছে।লাশ বর্তমানে সদর হাসপাতালে  আছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে প্রায় ২৫/৩০টি নোমা বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বতৃতরা নলে স্থানীয়রা জানায়।#

 


Create Account



Log In Your Account