By: Admin
Apr 21, 2024

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুবাহী ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার দু’গ্রæপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত নুহু আলী(৪২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে মারা গেছেন। নিহত ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের মৃত আফান উদ্দিনের ছেলে।হাসপাতালে নুহুর সাথে থাকা তার ছেলে অসিম উদ্দিন জানান,শনিবার দুপুর ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় মারা যান। বর্তমানে তার পিতার মরদেহ মর্গে রয়েছে। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার ঠুঠাপাড়া দুই গ্রæপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় সমির মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে পিতাকে কুপিয়ে গুরুতর জখম করে। ওইদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আট নম্বরওয়ার্ডে ভর্তি করা হয়। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আগেই মামলা হয়েছে।ওই মামলার সাথে একটি হত্যা মামলা যুক্ত হবে। উল্লেখ্য, গত বুধবার দুপুরে ঠুঠাপাড়ায় তারাপুর পোড়া গ্রামের বালুবাহী ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়ায় নুহুসহ প্রায় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। আহতরা হলেন- মাহিদুর রহমান(২৫), গোলাম আলি (৫০),মিঠন আলি(২০), কালু(১২),অসিম (২৬),তাবজুল হোসেন(৬০),এনামুল হক(৫৫),কামাল (৩২),খাইরুল ইসলাম(৩০),জসিম উদ্দিন, রাজ্জাক উদ্দিনও তারেক মনোয়ার।এছাড়া উভয় পক্ষের প্রায় সাতটি বাড়িতে ভাঙচুরও লুটপাট হয়েছে। যাদের বাড়ি ঘর ভাঙচুর হয়েছে তারা হলেন- জেমসেদ আলি,কালাম, মোহফুল,মজিবুর ও মিজানুর। তার মধ্যে সবচেয়ে চেয়ে বেশীক্ষতি হয়েছে জেমসেদ আলির। তার বাড়ির একটি ঘর, একটি টিভি ও একটি গরুসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে। একই সঙ্গে একটি বাড়িতে আগুন দেয়া হয়েছে। পাশপাশি একটি সড়কের বাঁশের সাঁকো পুড়িয়ে দেয়া হয়েছে।#


Create Account



Log In Your Account