By: Admin
Mar 27, 2025

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমের আড়তে দূবৃত্তের্র দেয়া অগ্নিকান্ডে প্রায়  ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে  ফায়ার সার্ভিস বলছে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক লাখ টাকা  এবং উদ্ধারের পরিমান প্রায় তিন লাখ টাকা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহষ্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ধোবড়া বাজারে অবস্থিত একটি আমের আড়তে দূবৃর্ত্তরা  আগুন দিয়ে  পালিয়ে যায়। এতে আড়তে রাখা ৬ হাজার ক্যারেট ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।  আমরা স্থানীয়রা আগুন নিভাতে ব্যর্থ হলে উপজেলা ফায়ার সার্ভিস কে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রত্যক্ষদর্শীরা আরো জানান এ অগ্নিকান্ডের ঘটনায় আড়তের মালিক, মোঃ আরিফুল ইসলাম নি:স্ব হয়ে অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে  চিকিৎসাধীন রয়েছে। এদিকে, অসুস্থ অবস্থায় আড়ৎ মালিক আরিফুল ইসলাম জানান, এই ধোবড়া বাজারে আমের আড়ৎটি ছিল আমার শেষ সম্বল। এটি দিয়ে আমি আমার সংসার চালাতাম।পরিকল্পিতভাবে দূবৃর্ত্তরা আমার আড়তে আগুন দিয়েছে।  আমি আইনের  আশ্রয় নিবো। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে, সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের।
এদিকে, শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ কাদের-ই কিবরিয়া জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। ক্ষয়ক্ষত্ওি পরিমান প্রায় এক লাখ টাকা। উদ্ধার করেছি প্রায়  তিন লাখ টাকার মালামাল। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইননুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী, জানান উপজেলা পরিষদেও পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে সহযোগিতা করার ব্যবস্থা গ্রহন করা হবে।#

 

 

 

 

 


Create Account



Log In Your Account