By: Admin
Mar 17, 2023

    

মোহাঃ সফিকুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  একজন কৃষক’  নিহত ও আরো  একজন আহত হয়েছে। নিহত কৃষক হলো শাহাবাজপুর ইউনিয়নের ভোলামারী কাগমারী গ্রামের জাহির উদ্দিনের ছেলে আলিম উদ্দিন(২৪) ও  ও আহত জাহির উদ্দিন(৫৮) নিজেই। প্রত্যক্ষ দর্শী ও নিহত ও আহতদের আত্মীয় সূত্রে জানা গেছে শুক্রবার বিকালে আলিম উদ্দিন ও  তার  পিতা জাহির উদ্দিন মাঠে ধানের জমিতে কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি ফিরার পথে মুসলিমপুর চার রাস্তার  মোড়ে পৌঁছালে  সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক সরাসরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আলিম উদ্দিন নিহত হয়।  এসময় তার পিতা  জাহির উদ্দিন গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা  উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনার তদন্তকারী কর্মকর্তা  শিবগঞ্জ থানার এস আই  ইন্দ্রজিৎ বর্মন  জানান ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটিকে জব্দ করা হয়েছে। লাশের ব্যাপারে কোন অভিযোগ না পাওয়ায় কোন সিন্ধান্ত হয়নি।#

 


Create Account



Log In Your Account