চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতি শীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুমসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাৎ হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তারসহ ফিল্ড সুপার ভাইজার, ইউনিয়ন সমাজকর্মী, কারিগর প্রশিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা। প্রশিক্ষণে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়।#