চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর মানবিকতা ও মহানুভবতায় স্বস্তি পেয়েছে এক অসহায় পাগলি ও তার সন্তান।চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে। গত মঙ্গলবার রাতে হাসপাতালে রাস্তার পাশে থাকা এক নারী বাচ্চা প্রসব করেছে। বর্তমানে মা মেয়ে দুজন সুস্থ আছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারের মুদি দোকানের সামনে এক অচেনা পাগলির প্রসব বেদনা উঠে। স্থানীয়রা জুরুরী সেবা নম্বর ৯৯৯ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই নারীকে ব্যাটারি চালিত রিকশায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। সরকারি হাসপাতালের সার্বিক সহযোগিতায় ওই নারী কন্যা সন্তান জন্ম দেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আলমগীর বলেন, ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি পাগলি প্রসব বেদনায় ছটফট করছে। তড়িঘড়ি করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই নারী কন্যা সন্তান জন্ম দিয়েছে। সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন জানান, পুলিশ ওই নারীকে সার্বিক সহযোগিতা করছেন এবং মা-মেয়ের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও জানান, জন্ম দেয়া শিশুটি খুবই সুন্দর, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু পিতৃহীন এই শিশুটির কথা ভেবে কষ্ট লাগছে। মানবিকতার দিক থেকেই মূলত অসহায় নারীর পাশে দাঁড়িয়েছি। ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারের অনেক মহিলা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অসহায় পাগলির পাশে দাঁড়ানোর জন্য এসেছে। বাচ্চাসহ ওই মহিলাকে সেখানে নিয়ে গিয়ে একটি ঘর বানিয়ে দিয়ে সেখানে রাখার জন্য। দু'একদিন সদর হাসপাতালে থেকে সেখান চলে যাবে মা-মেয়ে।#