By: Admin
Apr 1, 2023

মো. আতিক ইসলাম,শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকান্ডে তিন পরিবারের আটটি ঘর ভষ্মিভূত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা রাঘববাটি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হল- আতাবুর, ছেলে খুরশেদ ও কালু, জামাল উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৫টার দিকে পারচৌকা রাঘববাটি গ্রামের আতাবুরের ছেলে কালুর গোয়ালঘরের মশা তাড়ানোর আগুন থেকে সূত্রপাত ঘটে। দ্রæত আগুন ছড়িয়ে পড়লে পাশর্^বর্তী আরও দুটি পরিবারের ঘর, আসবাবপত্র, চাল, ডাল, আটা, নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভষ্মিভূত হয়। একই সঙ্গে বাড়ির মালিক মৃত ইসমাইলের ছেলে প্রতিবন্ধী আতাবুর রহমানের (৬৫) দেহ ঝলসে গেছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। এছাড়াও অগ্নিকান্ডে তিনটি ছাগল, হাঁস-মুরগী ও কবুতর ভষ্মিভূত হয়েছে। এতে তিন পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একই সঙ্গে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। এদিকে খবর পেয়ে দুপুরে দশভাইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও শুকনো খাবার দেয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রতিবেদন পেয়েছেন। দ্রæত ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে।


Create Account



Log In Your Account