চাঁপাইনবাবগঞ্জঃ র্যাব-৫, রাজশাহী এবং র্যাব-১১ এর যৌথ অভিযানে (২০ সেপ্টেম্বর ২০২৩) বিকাল ১৮ :৪৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকা থেকে চাঁপাইনাববগঞ্জের গোমস্তাপুরে চাঞ্চল্যকর ৯ বছরের শিশু ধর্ষণকারী প্রধান আসামী মোঃ শফিকুল ইসলাম কাটু (৪৫), পিতা-মোঃ আব্দুর রহিম, সাং-বেগমনগর, ডাক-নয়াদিয়াড়ী, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করে উল্লেখ্য, ১২ আগস্ট ২০২৩ ইং তারিখ তৃতীয় শ্রেণী পড়ুয়া শিশু কন্যাকে বাড়িতে রেখে তাঁর মা নানার বাড়ি বেড়াতে যান। ওই সুযোগে বেগমনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম কাটু বাড়িতে ঢুকে শিশু কন্যাকে জোর করে ঘরের ভিতরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ধর্ষনের অভিযোগে শিশুর মা তাসলেমা বেগম বাদী হয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম কাটুর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বিষয়টি র্যাব আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। তাকে গ্রেফতারের জন্য র্যাব-৫, সিপিসি-১ এর আভিযানিক দল একাধিক অভিযান পরিচালনা করে। নিজস্ব গোয়েন্দা নজরদারীর মাধ্যমে ধর্ষকের অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-৫ এবং র্যাব-১১ এর যৌথ অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষককে বর্নিত এলাকা হতে গ্রেফতার করে। উপরোক্ত ঘটনায় ধৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্র্রক্রিয়াধীন রয়েছে।#