চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা নদী) সেতুর ওপর থেকে লাফ দিয়ে পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন এক যুবক। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।রোববার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫-৩০ বছর বয়সী এক যুবক হঠাৎ সেতুর ওপর থেকে লাফ দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা ও জেলেরা নদীতে তার খোঁজে সন্ধান চালান। না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল নদী পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনুর রশিদ জানান, জেলায় ডুবুরি দল না থাকায় রাজশাহীতে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে ডুবুরি দল এলে উদ্ধার অভিযান চালানো হবে।এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, নিখোঁজ যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।