এম.এস.্আই শরীফ,ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্দ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় সোনাজল বিল প্রাঙ্গণে ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসূমে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ৫০ একর বøক প্রদর্র্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলীর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাবউল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ্ দবির, উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী মোঃ নাঈমুল হাসান। কৃষিই সমৃদ্ধি কৃষিই প্রযুক্তি এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা আক্তারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল কাশেমসহ উপজেলার সোনাজল বিলের স্থানীয় সকল কৃষকগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে আধুনিক ডিজিটাল যন্ত্রচালিত মেশিনের মাধ্যমে ধানের চারা রোপন করার শুভ উদ্বোধনীতে প্রধান, বিশেষ অতিথিগণ প্রত্যক্ষ করেন।#