By: Admin
Jun 3, 2023

মোঃ আতিক ইসলাম,শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তিতে ‘জুলিও কুরি’ পুরস্কার প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বলিহারপুর জাবড়ি কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, জাতির পিতা শান্তি পুরস্কার পেয়েছিলেন। আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি। আমরা দেশকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চাই। এ দেশের কোনো মানুষ হতদরিদ্র থাকবে না, ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রতিটি মানুষ তার মৌলিক অধিকার পাবে। তিনি আরো বলেন, আজকে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে, দীর্ঘসময় শান্তিপূর্ণ পরিবেশ ছিল বলেই তা সম্ভব হয়েছে। এটা সকলকে মনে রাখতে হবে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন ও নাককাটিতলা জননী ক্লাবের সভাপতি নূর আলম সিদ্দিকী শাহিন প্রমূখ। দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় চার শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।#


Create Account



Log In Your Account