By: Admin
Dec 3, 2023

 চাঁপাইনবাবগঞ্জে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ পালিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এছাড়া সকালে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুমলসুমসহ অন্যরা।বক্তারা প্রতিবন্ধীদের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।অন্যদিকে সকালে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে জেলাশহরের বড় ইন্দারা মোড় এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।আলোচনায় বক্তারা বলেনÑ প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধী না বলে বিশেষ চাহিদাসম্পন্ন বলে গণ্য করা উচিত।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।#


Create Account



Log In Your Account