By: Admin
Nov 30, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-, রাজশাহীর একটি আভিযানিক দল গত সোমবার (২৭ নভেম্বর) বিকেল টায় রাজশাহীর গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর মোড় এলাকা থেকে ৬১৯ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ধৃত আসামী আপন আলী (২২) চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পিয়ারাপুরের আবু তাহেরের ছেলে।

সময় আসামীর কাছ থেকে হেরোইন ছাড়াও মোবাইল ফোন ১টি এবং ১টি অটোরিক্সা জব্দ করা হয়। জব্দকৃত হেরোইন একটি মিষ্টি কুমড়োর মধ্যে অভিনব উপায়ে লুকায়িত ছিল।র‌্যাব- এক বিজ্ঞপ্তিতে জানান,গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সহ বিভিন্ন এলাকায় হেরোইনের চালান সরবরাহ করতো। অটোর বাম পাশের হ্যান্ডেলের সাথে ঝুলানো একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে একটি মিষ্টি কুমড়ার ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬১৯ গ্রাম ওজনের ছয়টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। ঘটনায় গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#


Create Account



Log In Your Account