চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজের আয়োজনে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট সিপন কুমার মোদক, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোসাঃ মনোয়ারা খাতুন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাযাহারুল ইসলাম তরু, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দোলা চৌধুরী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক। দোয়া মাহফিল ও ইফতারে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষক, সাংবাদিক, চাঁপাইনবাগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। দোয়া মাহফিলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল শহীদের ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।#