চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র আয়োজনে পদযাত্রা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টারের সামনে দশ দফা দাবী জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখে জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলাম জাকারিয়া ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাইরুল ইসলাম, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, সদর উপজেলা বিএনপির মোঃ আহবায়ক মোঃ ওবায়েদ পাঠানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের সকল নেতা-কর্মীরা। সংক্ষিপ্ত আলোচনা শেষে পদ যাত্রা করেন উপস্থিত নেতা কর্মীরা।#