চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভা যথাক্রমে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, শিবগঞ্জ পৌরসভা, নাচোল পৌরসভা ও রহনপুর পৌরসভার মেয়রদের অপসারন করা হয়েছে। একই সঙ্গে অপসারিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরাও। চেয়ারম্যান ও মেয়রদের অপসারণ করে ইতোমধ্যে প্রশাসকও নিয়োগ দেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, মেয়র অপসারিত হবার পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওকে, শিবগঞ্জ পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদকে, নাচোল পৌরসভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলামকে প্রশাসক হিসেবে এবং রহনপুর পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মাহবুব আলম স্বক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন মোঃ মোখলেসুর রহমান, শিবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মনিরুল ইসলাম, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু ও রহনপুর পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান খানকে অপসারণের কথা অপর এক প্রজ্ঞাপনে জানা গেছে। অন্যদিকে জেলা পরিষদের জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনকে অপসারণ করে প্রশাসক হিসেবে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনকে, এবং চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করে ওই উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।#