এম.এস.আ্ই শরীফ ,ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃরাজশাহী জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান, এফবিসিসিআই এর সাবেক পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার গতকাল রোববার দিনব্যাপি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আপেল প্রতীক নিয়ে ভোলাহাটের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।রোববার দিনব্যাপী আসন্ন একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল) আসনে সংসদ সদস্য পদে আপেল প্রতীক নিয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে জননেতা আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার গতকাল রোববার ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকা- গোহালবাড়ীহাট, হলদেগাছী, মেডিকেলমোড়, উপজেলা পরিষদ উত্তরগেট, বীরেশ্বরপুর, বাচ্চামারী, সুরানপুর বাজার, কুমিরজান, দলদলী ক্লাববাজার, মিনিবাজার, আদমপুর, ফতেপুর, খ্সপাড়া, জামবাড়ীয়া, বড়গাছী বাজারসহ উপজেলার বিভিন্ন জায়গায় আপেল প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা উপস্থিত ছিলেন।সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় ভোটারেরা বলছে আপেল প্রতীকের জয় এবার ব্যালট বাক্সে আপেলে ভোটটা দিয়ে আমাদের অতি পরিচিত মোহাম্মদ আলী সরকার ভাইকে জয়যুক্ত করতেই হবে বলে শ্লোগান দিতে প্রত্যক্ষ করা গেছে।#