চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম ও দেবীনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।শুক্রবার (৩১ মে) দুপুরে আলাদা আলাদা দুই ইউনিয়নের এ ঘটনা ঘটে।নিহতরা হলেন,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের বুলবুল হকের মেয়ে মাহি খাতুন (৬) ও একই উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম গ্রামের আব্দুর রহিম (৬০)। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেন জানান, সদর উপজেলার চামাগ্রাম ও দেবীনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন শিশু মাহি ও একজন বৃদ্ধ আব্দুর রহিম মারা যায়। পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসা তাদের মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, আব্দুর রহিম তার স্ত্রীকে বাচাতে গিয়ে জিআই তারে সট লেগে মারা যায় ও শিশু মাহি খাতুন চার্জার ভ্যানে চার্জ দেয়া অবস্থায় ভ্যানের বসে থাকা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ।সদর থানা ইউডি মামলা দায়ের করে পরিবারের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়েছে।#