চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃনদীতে সাঁতার কেটে তীরে উঠতে গিয়ে বিজিবিকে দেখে চোরাকারবারি ফেলে যাওয়া ব্যাগ থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।শুক্রবার ভোর ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুরের মনোহরপুর সীমান্তে অস্ত্রগুলা উদ্ধার করে বিজিবি।
৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ নাহিদ হোসেন জানান, শুক্রবার ভোররাত ৪ টার দিকে ব্যাটায়লিয়ন অধিনায়কের নেতৃত্বে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে নদী সংলগ্ন এলাকায় অস্ত্র আসার খবর পেয়ে ফাঁদ পেতে থাকে।
এ সময় একজন ব্যক্তি নদীতে সাঁতার কেটে তীরে উঠতে দেখে টহলদল তাকে ধাওয়া দিলে একটি ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়।এ ব্যাপারে উদ্ধারকৃত অস্ত্র শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। এদিকে সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় অভিযান বৃদ্ধি করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।