চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার ফতেহপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে চার বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুর সোয়াা ১২ টার দিকে ফতেপুর বিওপির ৫৩ বিজিবি সদস্যরা তাদের আটক করে।তারা হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির সাহাপাড়া এলাকার নুহ নবী (৩৫),সুমন(৩০), এম (২৬) ও সুজন শেখ (২৭)।বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,দুপুর সোয়া ১২ টার দিকে সীমান্ত পিলার ১৩/১- এস এর কাছ দিয়ে ভারত থেকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের থামতে বলে।কিন্তু তারা দৌড়ে পালানোর চেষ্টা করে।পরে টহল দল তাদের ধাওয়া করে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়,গরু ও মাদক চোরাচালানের জন্য তারা আগের দিন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। তাদেরকে শিবগঞ্জ থানায় সোপর্দ করে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোঃ মনির-উজ- জামান বিষয়টি নিশ্চিত করেন।#