চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি শিবগঞ্জ উপজেলার জাবড়ি কাজীপাড়ার মোঃ মফিজুল ইসলামের ছেলে মোঃ সাদেরুল ইসলাম (২৫)।এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এই তথ্য জানিয়েছে। র্যাব আরো জানায়, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার বিকেল ৫টায় জাবড়ি কাজীপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ২৯০ গ্রাম হেরোইনসহ মোঃ সাদেরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।#