চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাওয়ার হাউজ মোড় থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত রাস্তাটি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নাকি জেলা পরিষদের মধ্যে পড়েছে এই দ্ব›েদ্ব অভিভাবকহীন অবস্থায় থমকে আছে এর সংস্কার কাজ। দীর্ঘ দিন ধরে চাঁপাইনবাবগঞ্জে ও শিবগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ দুটি সড়কের প্রায় ৫০০ মিটার যেন ভোগান্তি শিকার। শিবগঞ্জ পৌরসভার মডেল স্কুল মোড় থেকে বাজার রোডের ননী ডাক্তারের মোড় পর্যন্ত রাস্তাটি বরাদ্দের অভাবে সংস্কার কাজ করতে পারছে না শিবগঞ্জ পৌরসভা।জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সড়কটির আনুমানিক দৈর্ঘ্য ৩৩০ মিটার যার সর্বশেষ সংস্কার কাজ করা হয়েছিল ১২ বছর আগে এবং শিবগঞ্জের সড়কটি প্রায় ১৭০ মিটারের। যা ১৯৯৮ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকল্পের আওতায় এলজিইডি এর অর্থ সহায়তায় সংস্কার করা হয়েছিল।প্রতিদিন এই সড়ক ২টি দিয়ে যাতায়াত করে হাজার হাজার মানুষ। এরপর সংস্কার না হওয়ায় ক্ষোভ এলাকাবাসী ও পথচারীদের। তিন উপজেলার প্রবেশদ্বার জনবহুল পাওয়ার হাউজ মোড় থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত এই সড়কটি বছরের পর বছর মেরামত না হওয়ায় খানাখন্দে পরিণত হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টি হলেই সড়কটিতে পানি জমতে শুরু করে। ফলে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। প্রায় ১২ বছর আগে সংস্কারের পর আর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে সময়ের সঙ্গে সঙ্গে রাস্তাটির অবস্থা এখন চরম বেহালদশায় পরিণত হয়েছে।সড়কটির একপ্রান্তে রয়েছে জেলা পরিষদ কার্যালয়, জেলা ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও নেসকোর বিতরণ বিভাগ-১ ও ২ কার্যালয়। অন্যপ্রান্তে পানি উন্নয়ন বোর্ডের জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক এ্যাসোসিয়েশন, ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালকের কার্যালয়সহ ৫৩ বিজিবি ব্যটালিয়নের সদর দপ্তর।এছাড়া সড়কটিতে মার্কেট, কাঁচা বাজার, মুদির দোকান, ফার্মেসীসহ আছে বিভিন্ন প্রকারের প্রায় দু’শতাধিক দোকান। জেলার গোমস্তাপুর, নাচোল, ভোলাহাটসহ সদরের আমনুরা এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়কটি দিয়ে যাতায়াত করেন।সরেজমিনে দেখা যায়, সড়কটিতে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের যাতায়াত বেশি। বাস-ট্রাকের যাতায়াত কিছুটা কম। রাস্তাটিতে যাতায়াতের সময় অটোরিকশার যাত্রীরা দুর্ঘটনার শঙ্কা নিয়েই যাতায়াত করেন। সবচেয়ে দুর্ভোগে পড়ছেন অন্তঃসত্ত¡া নারী ও ডায়াবেটিক রোগীরা। রাস্তাটির পাশে যাদের দোকান আছে তাদেরও চরম ভোগান্তি পোহাতে হয়।টি অ্যান্ড ট্রেডার্স মালিক মনিরুজ্জামান বলেন, দোকান দেওয়ার পরে থেকে রাস্তার সংস্কার দেখতে পাইনি। রাস্তার বেহাল দশার কারণে মালামাল বিক্রি করতে ভোগান্তি পহাতে হয়। এতে ব্যবসায় মন্দা দেখা দেয় অনেক সময়।অটোরিকশা চালক জামাল বলেন, শহরের মধ্যে ঢোকার জন্য এই রাস্তাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ সড়কটি দীর্ঘদিন ধরে অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে। অভিভাবক না থাকার কারণে সংস্কার না করায় রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। রাস্তাটি দিয়ে যাওয়ার সময় গাড়ির নাটবল্টু খুলে পড়ে।স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, খুবই ব্যস্ততম সড়কগুলোর মধ্যে এটি একটি।অথচ বছরের বছর ধরে রাস্তাটি সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে। এতে দুর্ভোগ পহাতে হয় এপথে যাতায়াতকারী সকল পথচারীদেরকে। অনেক অটোরিকশা চালক অনেক সময় এদিকে পথে আসতে চান না। ফলে যাতায়াত নিয়েও সমস্যা দেখা দেয়। বিভিন্ন সময় সড়কটিতে পৌরসভার পক্ষ থেকে ভরাট ফেলে সেখানেই তাদের দায়িত্ব শেষ। যদিও গুরুত্বপূর্ণ এই সড়কটি জেলা পরিষদের।চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম বলনে, রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকায় পথচারীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার জায়গাটি পৌরসভার মধ্যে পড়ে, যার কারণে আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছি। সেজন্য জেলা পরিষদের কাছে অনাপত্তিপত্র চাওয়া হয়েছে। আশা করছি তারা পত্রটি হস্তান্তর করবে। অন্যদিকে শিবগঞ্জ পৌরসভার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে মডেল স্কুল মোড় থেকে বাজার রোড পর্যন্ত প্রায় ১৭০ মিটার। এ রাস্তার ১৭০ মিটারের মধ্যে রয়েছে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, আই এফ আই সি, ব্র্যাক, যমুনা ব্যাংকসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া এ সড়কটি কাঁচাবাজার ও মূল বাজারে যাবার অন্যতম প্রধান রাস্তা হওয়ায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোক চলাচল হয় হাজার হাজার।ঐ এলাকায় বসবাসকারী প্রাক্তন প্রধান শিক্ষক নুরতাজ আলি বলেন, রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় এবং ড্রেনেজ ব্যবস্থা খারাপ হওয়ায় বাড়ি ভাড়া দেওয়ার পর ভাড়াটিয়ারা থাকতে চান না। বিশেষ করে বর্ষা মৌসুমে আমার মতো বৃদ্ধদের বাজার করতে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।শিবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলীর পদ শূন্য থাকায় এ ব্যাপারে পৌরসভার নক্সাকার প্রকোশলী মোঃ তৌহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সর্বশেষ ৯৮ সালে ফ্লাড ড্যামেজ প্রজেক্টের আওতায় এলজিইডি থেকে শিবগঞ্জ পৌরসভা যে অর্থ বরাদ্দ পায় সে টাকায় সড়কটি সংস্কার করা হয়। দীর্ঘ দিন পর এ রাস্তাটির জন্য ড্রেনেজ ব্যবস্থাসহ ১১ ফিট ৮ ইঞ্চি চওড়া রাস্তা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। দরপত্র দ্রæত আহ্বান করা হবে এবং রাস্তাটি সংস্কার করা হবে।#