চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে আব্দুল খালেক নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ওরফে টিংকু তেররশিয়া গ্রামের তবজুল হকের ছেলে। এ ছাড়া, এই সময়ে তবজুল হক ও তার ছোট ছেলে আব্দুল মালেকসহ আরো তিনজন আহত হন। বর্তমানে তারা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহতের পিতা তবজুল হক জানান, নিজ জমি নিয়ে ভাই ও আত্মীয়স্বজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার পরিপ্রেক্ষিতে বিরোধ মেটানোর জন্য বিকেলে নিজ বাড়ির সামনে সালিশ বৈঠক ডাকা হয়। শালিসের মধ্যেই মন্টু, মামুন, সুমন, আজিম হঠাৎ করেই দা ও হাঁসুয়া নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক ওরফে টিংকু মারা যায়।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে হত্যায় জড়িত থাকার অপরাধে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। মামলা প্রক্রিয়াধীন আছে। নিহতের মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।