By: Admin
Feb 9, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি অপারেশন দল বুধবার দিবাগত মধ্যরাত সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর ঘোড়া ষ্ট্যান্ড মেসার্স নাহালা পেট্রোল পাম্পের পূর্ব পাশে অভিযান চালায়। কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি অভিযানে   ভিকটিম মোছাঃ মাশরুফা খাতুন (২০) এর অশ্লীল ভিডিও ধারণ পূর্বক ভিকটিমকে ধর্ষণকারী মোঃ তৌহিদুল ইসলাম (২০), পিতা-মোঃ আব্দুল লতিফ, মোঃ মিলন আলী (১৯), পিতা-মোঃ আমিরুল ইসলাম উভয় সাং-ধুমিহায়াতপুর, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিরা কৌশলে ভিকটিম মাশরুফা খাতুন (২০) এবং তার স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভিকটিমের মোবাইল থেকে সংগ্রহ করে। পরবর্তীতে এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিতে থাকে এবং টাকা দাবি করতে থাকে। এরই ধারাবাহিকতায় ভিকটিম এর কাছ থেকে আসামিরা ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং ভিকটিমের স্বামী বিদেশে থাকায় ভিকটিমকে বাসায় একা পেয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের আটক করা হয়।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।#

 


Create Account



Log In Your Account