By: Admin
Sep 30, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।নিহত সাদিকুল ইসলাম (৩২) শ্রীরামপুর গ্রামের আফসার আলী ওরফে পাঠানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই শফিকুল ইসলাম ছোট ভাইয়ের কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়ে ৫ হাজার টাকা কম দেয়। টাকা কম দেওয়ায় ছোট ভাই সাদিকুল তা নিতে অস্বীকৃতি জানালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই শফিকুল ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাইয়ের পা ও পেটে আঘাত করেন। এরপর আহত অবস্থায় স্থানীয়রা সাদিকুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের বনিবনা হচ্ছিল না। এর এক পর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বড় ভাই শফিকুল তার নিজ ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে সাদিকুল। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শফিকুল ইসলাম পারিবারিক কলহের জেরে তার ছোট ভাই সাদিকুলের পা ও পেটে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় বাসিন্দা ও তার পরিবারের লোকজন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিকুলকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#


Create Account



Log In Your Account