By: Admin
Aug 7, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে দুই মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে এ ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত শিক্ষকরা হলেন- রাজশাহী জেলার বাগমারা উপজেলার বিষুপাড়া গ্রামের মৃত আহমাদ হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৮), নাঁওগা জেলার পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাসেদুল ইসলাম। তারা দুজনই জিনারপুর গ্রামে অবস্থিত ইকরা কওমি মডেল মাদ্রাসার শিক্ষক।গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রোববার দিবাগত রাতে শিক্ষকরা তাদের ঘরে ঘুমাচ্ছিলেন, তখনই সাপে কামড় দেয়। উপস্থিত তাদের সহকর্মীরা ওই শিক্ষকদের শরীর থেকে বিষ নামানোর জন্য গ্রামের একজন কবিরাজের কাছে যায়। বিষ নামার বদলে তাদের  শারীরিক অবস্থা ক্রমশই অবনতি হলে সহকর্মীরা তাদেরকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাসেদুল ইসলাম মারা যায়। মাহবুবুর রহমান আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আরেক শিক্ষক জোবারেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। রামেকে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় মারা যান তিনি।#


Create Account



Log In Your Account