চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ স্বাধীনতার মাস মার্চ। এই মাসের বিভিন্ন বিশেষ দিবস পালনে প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সভায় আগামী ৭ই মার্চ, ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৫ মার্চ কালরাত্রি ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনে আলোচনা করা হয়। সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসগুলি পালন করার জন্য প্রয়োজনীয় করনীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিতি ছিলেন জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশিফ আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মাসুদ পারভেজ, সিভিল সার্জন মাহমুদুর রশিদ, জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, জেল সুপার মজিবুর রহমান মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আসমা খাতুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ সাহিদা আকতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলমসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ, মিডিয়াকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#