By: Admin
Mar 13, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে হেরোইন পাচার মামলায় একজনকে যাবজ্জীবন কারাদÐাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় দেন। দÐপ্রাপ্ত মো. বাদশা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মালবাগডাঙ্গার সাজ্জাদ আলীর ছেলে। অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ বাদশাকে আটক করে মাদক নিয়ন্ত্রন অধিপ্তরের কর্মকর্তারা। এ সময় বাদশার মা সাগরি বেগম ও স্ত্রী রোজিনা বেগমকেও আটক করা হয়। ওইদিনই রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহমেদ খান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান ওই বছরের ১৮ নভেম্বর সাগরী বেগমকে অব্যহতি দিয়ে বাদশা ও তার স্ত্রী রোজিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহন শেষে আদালত আজ বাদশাকে যাবজ্জীবন কারাদÐাদেশ দেন। তবে দোষ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী রোজিনাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।#

 


Create Account



Log In Your Account