By: Admin
Feb 19, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রæতি মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণ কাজ এগিয়ে চলছে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠান ডকইয়ার্ডস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণের কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ৫০০ মিটার ভাটিতে রাবার ড্যাম নির্মাণের কর্মযজ্ঞ চলছে পুরোদমে। চলতি বছরের জুন মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। এটি বাংলাদেশের সর্ববৃহৎ রাবার ড্যাম প্রকল্প।বিশেষজ্ঞরা জানিয়েছে, মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মিত হলে কৃষিখাতের সম্প্রসারণ ও বাড়বে ফসল ও মাছের উৎপাদন। ফলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি অর্থনৈতিতে সমৃদ্ধির গতি ত্বরান্বিত হবে। রাবার ড্যাম নির্মিত হলে কীভাবে চাঁপাইনবাবগঞ্জের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, এ প্রকল্পের ফলে মহানন্দা নদীর প্রবাহ ও নিষ্কাশন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কৃষি কাজে ৮ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এতে ৫৫ কোটি ৮৩ লাখ টাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়াও এতে দুই কোটি ৩৭ লাখ টাকার মৎস্য উৎপাদনের মাধ্যমে এলাকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে। ৩৬ কিলোমিটার নদী খনন, প্রায় ৭ হেক্টর জমি অধিগ্রহণ রাবার ড্যাম নির্মাণ, ওয়াকওয়ে নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম থাকবে এ প্রকল্পের অধীনে। প্রকল্পের পরিকল্পনায় এ প্রকল্পটিকে লাভজনক হিসেবে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর নাব্যতা ঠিক রাখতে ড্রেজিং ও ভাঙনরোধে রাবার ড্যাম নির্মাণ প্রকল্পটি প্রক্রিয়াকরণ শুরু হয় ২০১৭ সালের জানুয়ারিতে। ২০১৮ সালের ১৬ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাস হয়। এজন্য ১৮৭ কোটি ৩১ লাখ ৬৩ হাজার টাকা ব্যয় প্রাক্কলন করে প্রকল্প প্রক্রিয়াকরণ করে পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সেচ উইঙের সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুসারে এ প্রকল্পটি বাস্তবায়ন হবে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ৩৫৩ মিটার দীর্ঘ রাবার ড্যামটি নির্মাণ সম্পন্ন হলে শুষ্ক মৌসুমে মহানন্দা নদীতে পানি ধরে রেখে বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলে অধিকতর সেচ সুবিধা নিশ্চিত করা যাবে। আর এতে এ অঞ্চলে ফসল উৎপাদন দ্বিগুণ হবে। এছাড়া মহানন্দা নদী খননের ফলে নদীর গভীরতার পাশাপাশি বাড়বে নাব্যতা ও পানি। এতে মৎস্য প্রজনন ও আহরণের আরও সুযোগ সৃষ্টি হবে। বদলে যাবে এই এলাকার মানুষের অর্থনৈতিক দৃশ্যপট।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালেহ আকরাম বলেন, শুষ্ক মৌসুমে নদীতে পানি হ্রাস পাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে যায়। ফলে গভীর-অগভীর নলকূপ দ্বারা সেচ কাজ ব্যয়বহুল হয়ে পড়ে। মহানন্দায় রাবার ড্যাম নির্মাণ সম্পন্ন হলে সেচ সুবিধা নিশ্চিত হবে চাষিদের। কম খরচে কৃষকরা বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদন করতে পারবে। রাবার ড্যাম প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান এ কৃষি কর্মকর্তা।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়নের বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন বলেন, ইতোমধ্যে রাবার ড্যামের ২৬ কিলো মিটারের ড্রেজিং করা হয়েছে। এই বছরের মে মাসে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও জুন মাসে শেষ হবে। এই র‌্যাবার ড্যামের কারণে সম্মুখপ্রান্তে ১৪ ফিট পানির উচ্চতা থাকবে। এবং প্রায় ৮০ কিলো মিটার এলাকাজুড়ে সুযোগ সুবিধা পাবে কৃষকরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ গত ১৩ ফেব্রæয়ারি নির্মাণাধীন রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন করেন এবং দ্রæত শেষ করা জন্য তাগিদ দেন। তিনি বলেন, ২০১১ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে স্থানীয় মানুষের দাবির পরিপ্রেক্ষিতে মহানন্দা নদীতে আর্ন্তজাতিক মানের রাবার ড্যাম নির্মাণের ঘোষণা দেন। এই রাবার ড্যাম নির্মিত হলে পানি পাবে কৃষকরা আর মহানন্দা নদী মৎস্য চাষের অভায়ারণ্য হবে।#


Create Account



Log In Your Account