By: Admin
Sep 16, 2024

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র ও নাগরিক মতবিনিময় সভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবন্দ। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রবিবার বিকেলে শহরের শহীদ সাটু হলে চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম আসাদ, আব্দুল্লাহ আল মাহমুদ মেহেদীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে একই স্থানে আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গেও মতবিনিময় করেন তারা।
সভায় বক্তারা বলেন, ‘দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। ভারতের দাসত্ব বাদ দিয়ে এবং শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক, অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে। শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না।
এদিকে সকালে ছাত্র গণআন্দোলনে নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর উপজেলার দুজনের কবর জিয়ারত করা হয়।#

 

 


Create Account



Log In Your Account