By: Admin
Jan 4, 2024

২৪ ঘন্টার মধ্যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে না আনলে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আগামী ২৪ ঘন্টার মধ্যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে না আনলে চাঁপাইনবাবগঞ্জ-০৩(সদর) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আভাস দিয়েছেন বিএনএম প্রার্থী মাওলানা আব্দুল মতিন(নোঙ্গর)।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন দল বিএনএম’র প্রার্থী মাওলানা আব্দুল মতিন(নোঙ্গর)  তার পাঠানপাড়াস্থ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,  গত কয়েকদিন ধরে আওয়ামীগীগের নৌকা প্রার্থী  আব্দুল ওদুদ ও তার দলের নেতা-কর্মীরা আমার নোঙ্গর প্রতীকের কর্মী-সমর্থকদের উপর হামলা, প্রাণনাশের হুমকি, নিবার্চনী অফিসে অগ্মিসংযোগ, প্রার্থী ও নেতাদের বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটানো, পোষ্টার, ফেস্টুন ছিড়ে ফেলা, প্রচারণায় বাঁধা, পোলিং এজেন্টদের হুমকি অব্যাহত রাখায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণের পরিবেশ না থাকায় তিনি শংকিত।

তিনি আরো বলেন, এসব অভিযোগ লিখিত আকারে জেলা রির্টানিং অফিসার, নির্বাচনী অনুসন্ধান কমিটি, জেলা নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপারকে দেয়ার পরও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের পরিবেশ অনুপস্থিত। এমনকি ছাত্রলীগ, যুবলীগ, আ.লীগের সন্ত্রাসী বাহিনীর দসস্যরা মহারাজপুর, বারঘরিয়া,  ্ইসলামপুর, চকলামপুর, আলীনগর এলাকায় আমার নোঙ্গর প্রতীকের প্রচারণা চালাতে দিচ্ছে না। আর এসব কারণে তার দলের নেতা-কর্মীরা আতংকগ্রস্থ হয়ে পড়েছে।

সাংবাদিক সম্মেলন আব্দুল মতিন আরো বলেন,  আগামী ২৪ ঘন্টার মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে না আনলে তিনি নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন উল্লেখ করেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, নোঙ্গর প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মাসুদুর রহমান হিলটন, সদস্য সচিব মোঃ তানভির হাসান ও কর্মী আব্দুল ওয়াহাব।

#


Create Account



Log In Your Account