By: Admin
Sep 3, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে কিশোর গ্যাঙ দলনেতাসহ চার সদস্যকে আটক করেছে। গত শুক্রবার (২৫ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে পৌরসভা গেট সংলগ্ন সিটি প্লাজা মার্কেটের সামনে হতে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ক্ষুর ও গাঁজা জব্দ করা হয়।গতকাল শনিবার (২৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প হতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকৃতরা হল-মসজিদ পাড়া মহল্লার মহিদুল ইসলামের ছেলে দলনেতা মোঃমারুফ ইসলাম (১৯),একই এলাকার মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ মনির (২২),মোঃবুলবুল আলীর ছেলে মোঃসোয়েব আক্তার (১৯) ও মোঃসেন্টু মিয়ার ছেলে মোঃআব্দুল মাজিদ (১৯)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন,আটককৃতরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাঙ গ্রæপ। এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং মোবাইল চুরির ঘটনায় তারা জড়িত। এছাড়াও নানা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা শোডাউন দেয়।

এ সংক্রান্ত অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাদের মামলা দিয়ে সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, র‌্যাবের দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।#


Create Account



Log In Your Account