চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আম শিল্প ও আগামীর সম্ভাবনা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার দুপুরে আম গবেষণা কেন্দ্রে সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশন। চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণা কেন্দ্রের মূখ্যবৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচাক ড. পলাশ সরকার, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল প্রামানিক, সাবেক বৈজ্ঞানিক কর্মকর্ত ড. জমির উদ্দিন, কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিকসহ স্থানীয় গনমাধ্যম কর্মী, আম সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বাগান মালিকরা। সভায় আম উৎপাদন, বিপণন ও রপ্তানি বিষয়ে আলোচনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচ উপজেলায় ৪৫ হাজার হেক্টর জমিতে আম উৎপাদন হয় ১২ লাখ ৫৯ হাজার ৯শ মেট্রিক টন। এ জেলায় মোট ১২ জাতের আম বাগান রয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশন আয়োজিত মত বিনিময় সভায় এ তথ্য জানানো হয়। আম গবেষণা কেন্দ্রে আয়োজিত সভায় লিখিত বক্তব্যে বলা হয়-জেলায় মোট ফজলি আম উৎপাদন হয় ৭ হাজার ৬৯০ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে উৎপাদন ধরা হয়েছে ৪০ মে: টন। সে হিসেবে ফজলি আম উৎপাদনের মোট পরিমান ৩ লাখ ৭ হাজার ৬শ মেট্রিক টন। ক্ষিরসাপাত ৩ হাজার ৯৬৫ হেক্টরে উৎপাদন হয় ১ লাখ ৩৮ হাজার ৭৭৫ মে:টন। ল্যাংড়া ৩ হাজার ১৩০ হেক্টরে উৎপাদন হয় ৯৩ হাজার ৯০০ মে:টন। গোপালভোগ ১ হাজার ৬২৫ হেক্টরে ৩৫ হাজার ৭৫০ মে:টন আম। বোম্বাই ৯১১ হেক্টরে ২৭ হাজার ৩৩০ মে:টন। আশ্বিনা ৮ হাজার ৩৬৫ হেক্টরে ৩ লাখ ৩৪ হাজার ৬০০ মে:টন। লক্ষণভোগ ২ হাজার ১৫ হেক্টরে ৫০ হাজার ৩৭৫ মে:টন। আম্রপালি ১ হাজার ২৯৩ হেক্টরে ১৯ হাজার ৩৯৫ মে:টন। মল্লিকা ৭০ হেক্টরে ৮৪০ মে:টন। অন্যান্য উন্নত জাত ৩ হাজার ২১৫ হেক্টরে ৪৮ হাজার ২২৫ মে:টন। গুটি ২ হাজার ৪৫৯ হেক্টরে ৪৯ হাজার ১৮০ মে:টন। বারোমাসি ও নতুন বাগানের আম ১০ হাজার ২৬২ হেক্টরে ১ লাখ ৫৩ হাজার ৯৩০ মে:টন। এসব আম উৎপাদনে কীটনাশক ব্যবহার করা হয় প্রায় দেড় হাজার কোটি টাকার। চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মুনজের আলম মানিক বলেন-প্রতি বছর শুধু ঝরে পড়া আম থেকে ৬ হাজার কোটি টাকা সম্ভব। যার মধ্যে আমচুর হতে প্রায় এক হাজার কোটি টাকা, আচার হতে চার হাজার কোটি টাকা,কাঁচা আমের পাউডার ও আমসত্ব থেকে এক হাজার কোটি টাকা, এছাড়াও পাকা ও শুকনো,আমের পাল্প ও আমসত্ব থেকে আয় করা সম্ভব।#