চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে আসতে শুরু করেছে। আর কয়েক দিন পর থেকেই ব্যস্ত হয়ে পড়বেন আমচাষি, ব্যবসায়ী, অনলাইন উদ্যোক্তা, পরিবহন খাতসহ জেলার অধিকাংশ মানুষ। এবারও ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী ২৫ মের পর যে কোনো দিন থেকে এ ট্রেন চালু হবে।বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ম্যাংগো স্পেশাল ট্রেনে গতবার পাঁচটি ওয়াগন ছিল। এবার আট থেকে ৯টি ওয়াগন থাকবে। প্রয়োজনে আরো বাড়ানো হতে পারে। আম পরিবহনের সুবিধা বিবেচনায় নিয়ে দুটি ট্রেন থাকবে। একটি ট্রেন যাবে, আরেকটি আসবে। গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেনে কোনো আম নষ্ট হওয়ার ঘটনা ঘটেনি। এ ট্রেনে আম ছাড়াও পেয়ারা, শাকসবজিসহ কৃষিপণ্য পাঠানোর জন্য কৃষক ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। প্রতি কেজি আমের জন্য ভাড়া ১ টাকা ৩১ পয়সা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।কত সহজে এবং কম খরচে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আম পাঠানো যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। সোমবার(১৬ মে’২৩) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ থেকে ঢাকা পাঠাতে একই খরচে কুরিয়ার সার্ভিসে আম পরিবহনের জন্য প্রতি কেজি ১০ টাকা ভাড়া নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ নিয়ে কুরিয়ার সার্ভিসগুলোকে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।সভায় জেলা প্রশাসক বলেন, আমের বাজার ও পরিবহন তদারকি করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। আমের বাজারে চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে।#