By: Admin
Jul 25, 2023

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের শিবনগর গ্রামের একটি খাস পুকুরের আম গাছ কেটে ফেলেছে। গত শুক্রবার ও শনিবার দুই  দিন গাছ কেটেছে ওই পুকুর পাড়ে বসবাস কারি দুর্বৃত্তরা। পুকুরটি মৌজা শিবনগর খতিয়ান নং ০১, দাগ নং ১৫০ পুকুর পাড়ের আম গাছ  চারটি কেটে এক লক্ষ টাকায় বিক্রি করে বলে জানা যায়। এ বিষয়ে রাধানগর ইউনিয়ন ভুমি অফিসার ফজলুল করিম জানান আমরা গাছ কাটার অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে যায় এবং গাছ কাটা দেখতে পাই এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি।#

 


Create Account



Log In Your Account