মু: শফিকুল ইসলাম,গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজাহার হোসেন (৮২) বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে মঙ্গলবার সন্ধা ৬.৩০ মিনিট ইন্তেকাল করেন। তার জানাজার নামাজ বুধবার সকাল ১১.৩০ মিনিট সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস, অফিসার ইনচার্জ চৌধুরী যুবায়ের আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, সাবেক জেলা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনারর্দী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বাহার আলী, প্রবীন আওয়ামীলীগ নেতা এমরান আলি প্রমুখ। বক্তব্য শেষে রাষ্ট্রীয়ভাবে এস আই আলীমের নেতৃত্বে গাড অফ অনার প্রদান করা হয়।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজন গুনোগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে হাউস নগর গোরস্থানে দাফন করা হয়।#