By: Admin
Dec 25, 2023

 রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় একটি জঙ্গলের মধ্যে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় উদ্ধার করা হয়েছে ২ হাজার ১২৫ লিটার চোলাই মদসহ চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ।
গ্রেপ্তারকৃতরা হলেন গোদাগাড়ী উপজেলার বাবুডাইং এলাকার মৃত দেবেন টুডুর ছেলে শ্রী জাসদ টুডু (২৭) ও মৃত মাংরা মুরমুর ছেলে শ্রী হিরালাল মরমু (৩০)।এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এই তথ্য জানিয়েছে।র‌্যাব আরো জানায়, মোহনপুর ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় গহীন জঙ্গলের মধ্যে একটি পরিত্যক্ত ঘরে মদের কারখানা তৈরি করে গ্রেপ্তারকৃতরা। সেখানে তারা প্রতিনিয়ত মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মধ্যে খুচরা ও পাইকারি বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল গত রবিবার বিকেল পৌন ৩টার দিকে অভিযান চালায়। এসময় ২ হাজার ১২৫ লিটার চোলাই মদ, চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণসহ শ্রী জাসদ টুডু ও শ্রী হিরালাল মরমুকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে রাজশাহীর গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।#


Create Account



Log In Your Account