By: Admin
Mar 26, 2023

আমানুল্লাহ আমান,রাজশাহীঃ ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনীর হাতে শহীদদের স্মরণে রাজশাহীতে সমাবেশের ডাক দেয়া হয়েছে। রাজশাহী প্রেসক্লাব ও উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ সমাবেশের ডাক দিয়েছে। শনিবার (২৫ মার্চ) বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে এ স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখবেনÑ কবিকুঞ্জ‘র সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সিরাজী শওকত সালেহীন এলেন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু।

সমাবেশে অন্যান্যের মাঝে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসনে আলী পেয়ারাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের এ সমাবেশে আয়োজক সংগঠন দুটির পক্ষ থেকে সর্বসাধারণকে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। এর আগে সমাবেশ সফল করতে নগরীতে পোস্টারিং ও মাইকিং করা হয়।#


Create Account



Log In Your Account