চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, আগামী ৭ তারিখের নির্বাচন একটি ভুয়া নির্বাচন। এই নির্বাচন একটি আমি ডামি নির্বাচন, দেশের গণতন্ত্রকে হত্যা করার নির্বাচন, বাংলাদেশকে পরাধীন করার নির্বাচন, দেশকে বিক্রি করার নির্বাচন। এই কারণে নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে না।শনিবার (৩০ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া মোড় থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে শেষ হয়।হারুনুর রশীদ আরও বলেন, আজকে তথাকথিত কিছু রাজনৈতিক দল দিয়ে নির্বাচন করছে। তারা শুধু জাতিকে বিভক্ত করেনি বরং আওয়ামী লীগকেই সর্বনাশের জায়গায় নিয়ে গেছে। শিবগঞ্জে (চাাঁপাইনবাবগঞ্জ-১ আসন) তিনজনই আওয়ামী লীগের প্রার্থী। আওয়ামী লীগের লোকজন তিন ভাগে বিভক্ত হয়ে ভোট করছে। আর ভোটারদের বলছেন শেখ হাসিনার সালাম নিন নৌকায় ভোট দিন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আব্দুল ওদুদ বিশ্বাস বলছেন শেখ হাসিনার সালাম নিন, নৌকায় ভোট দিন, অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মুখলেসুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিনসহ থানা ও উপজেলার নেতারা বলছেন, শেখ হাসিনার সালাম নিন নোঙ্গর প্রতীকে ভোট দিন। এইগুলো জনগণের সাথে তামাশা। নির্বাচন কমিশন ও প্রশাসন প্রসঙ্গে হারুনুর রশীদ বলেন, চোর আর চোরের সহোযোগীরা একই দলভুক্ত। নির্বাচন কমিশন বড় বড় কথা বলছে, আইন প্রয়োগকারী সংস্থা বড় বড় কথা বলছে, কিন্তু দেখবেন ভোটের ফলাফল আগে থেকেই ঘোষণা করাই আছে।তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। বিএনপির সাধারণ নেতাকর্মীরাও তিন মাস যাবত বাড়িতে ঘুমাতে পারেন না। এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, বিএনপি নেতা তাসেম আলী, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল, যুবদল নেতা আনোয়ার হোসেন অনু, ছাত্রদল নেতা সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।#