By: Admin
Mar 16, 2023

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ফসলি উর্বর জমির মাটি অবৈধভাবে উত্তোলন। গভীর রাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সহকারী কমিশনার ভুমি।গতকাল মঙ্গলবার (১৪ মার্চ ) রাত ১.৩০ মি. দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বগলাউড়ী ঘাটে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুবায়ের হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ-সময় শিবগঞ্জ থানার সঙ্গীয় ফোর্স মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুবায়ের হোসেন মুঠোফোনে বলেন অবৈধভাবে উর্বর ফসলি জমির মাটি উত্তোলন করছিলেন তারা। এমন সংবাদে মোবাইল কোর্ট পরিচালনার মুহূর্তে খবর পেয়ে জড়িতরা সকলেই পালিয়ে যায়। গভীর রাতে এই অবৈধ এস্কেভেটর, ট্রাক্টর গুলো কারো জিম্মায় রাখা সম্ভব না হওয়ায় কিছুই জব্দ করা হয়নি।কমিশনার বলেছেন, অনুমোদন ছাড়া অবৈধভাবে উর্বর ফসলি মাটি উত্তোলন করা হলে, জমির মালিক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে মাটি উত্তোলনের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাটি উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে এসব কথা বলেন।#


Create Account



Log In Your Account