By: Admin
Sep 16, 2024

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে হজরত মোহাম্মদ (.) উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ--মিলাদুন্নবী (.) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।  সোমবার ১২ রবিউল আওয়াল, ১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপলক্ষে হজরত মোহাম্মদ (.) এর জীবন, কর্ম শিক্ষার ওপর আলোচনা দোয়া মাহফিলের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা দোয়া মাহফিলে জেলা প্রশাসক বলেন-হজরত মোহাম্মদ (). এর সম্পর্কে আমার বিশ^াস আমরা কিন্তু কম জানিনা আমাদের বয়সও হয়েছে, আমরা পড়াশোনাও করেছি, কাজেই মনে হয়না আমাদের জানার কোনো ঘাটতি আছে। শুধু ঘাটতি আছে আমাদের মানার ক্ষেত্রে। তিনি বলেন-আজকের আলোচ্য বিষয় হচ্ছে, হজরত মোহাম্মদ () এর জীবন, কর্ম শিক্ষা। আমরা যদি নবী করিম (.) এর জীবনাদর্শ মানার চেষ্টা করি তাহলেই আজকের আলোচনা বা সরকারের যে উদ্দেশ্য সেটা সফল হবে।নবীজীর জীবনাদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজেদের পরিশুদ্ধ হবার আহ্বান জানিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন-সরকারি অফিসে ঘুষ, দুর্নীতি আর অনিয়মের সীমা-পরিসীমা নেই আমি আমার অফিসের কথাও বলতে পারি অন্যান্য সরকারি অফিসের কথাও বলতে পারি।সে জন্যই কিন্তু এতো রক্ত এতো সংগ্রাম।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ, দুর্নীতিমুক্ত অবস্থায় কাজ করতে হবে। ঘুষ-দুর্নীতি থেকে আমাদের নিজেদের থামতে হবে এবং সমাজকে পরিশুদ্ধ করতে হবে। দায়িত্ব আমাদের সবার।

আমাদের যুব সমাজ দেখিয়ে দিয়েছে সম্ভব আমরা কিন্তু পারিনি তারা পেরেছে। তাদের এই আশা-আকাংক্ষার প্রতিফলন ঘটাতে হবে।এজন্য আমি আপনাদের সহযোগিতা চাই, সবাই মিলে একটি পরিশুদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এজন্য নবী করিম (.) এর জীবনাদর্শ আমাদের মেনে চলতে হবে। আমরা যদি মেনে চলি তাহলে ঘুষ-দুর্নীতি কখনই স্থান পাবে না। নতুন বাংলাদেশ গড়ার যে চেতনা তা ধারণ করে ঘুষ, দুর্নীতি, শোষণমুক্ত বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।আলোচনায় অংশ নেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপারেশন) মোঃ নূরুজ্জামন, ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক মোঃ গোলাম মোস্তফা, জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মোঃ মুখতার আলী, নিচুধুমি জামে মসজিদের খতিব মোঃ আব্দুল ওয়াহিদ।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) পাপিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কে.এম. কাওছার হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুল আহাদসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে দোয়া করা হয়।#


Create Account



Log In Your Account