চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃঐতিহাসিক ২৮শে অক্টোবর'২০০৬ পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে শিবগঞ্জে জামায়াতের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।আজ সোমবার (২৮ অক্টোবর) বৈকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামি শিবগঞ্জ উপজেলার উদ্যোগে কানসাট আম বাজার মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামি বাংলাদেশ শিবগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মোঃ সেফাউল মুল্ক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী নবনির্বাচিত আমির ড. মাওলানা মোঃ কেরামত আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,১৫ বছরের স্বৈরশাসনের পরে আল্লাহ তায়ালা আমাদেরকে একটি বাংলাদেশ দিয়েছেন, বাংলাদেশকে আমরা একটি মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই। বিগত দিনে যারা নির্বাচন চায়নি জনগণ তাদের কাছে নির্বাচন চাপায় দিতে চায় না।তিনি আরও বলেন, বিগত ১৫ বছরের চলমান স্বৈরশাসনকে জনগণ এদেশে আবারো দেখতে চাই না। জনগণের সবার অধিকার নিশ্চিত করে সবার কথা বলার সুযোগ রেখে সার্বভৌম বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। জামাতের কর্মীদের সুন্দর বাংলাদেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ লতিফুর রহমান, সাবেক এম.,পি.ও নায়েবে আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। আরও উপস্থিত ছিলেন, মোঃ জাফর আলী,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নায়েবে আমির ও সাবেক শিবগঞ্জ পৌর মেয়র। অধ্যাপক আব্দুল মান্নান শিবগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।#